মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১

শিরোনাম: বিদ্যুতের রেকর্ড উৎপাদনের পরেও লোডশেডিং    নির্বাচনে প্রার্থীরা চাইলেও সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই : ইসি    টানা সপ্তমবার স্বর্ণের দাম কমানো হলো     মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করবে বিএনপি    মালিকপক্ষ শ্রমিক অধিকার লঙ্ঘন করলেই সাজা : আইনমন্ত্রী    ইইউ জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ     মরদেহ সংরক্ষণ ও কঙ্কাল চুরি ঠেকাতে রুল জারি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে : ওবায়দুল কাদের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৭:২৩ পিএম | অনলাইন সংস্করণ

বিএনপি জেলে থাকা নেতাকর্মীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছিলো ২০ হাজার এখন সেটা ৬০ লাখ হলো কী করে? ৬০ লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপির কাছে ইতিবাচক রাজনীতি আশা করা যায় না, তাদের লক্ষ্য স্বাধীনতাকে ধ্বংস করা।

বিএনপির সরকার পতনের আন্দোলন করার শক্তি ও সাহস নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির আন্দোলনকে সমর্থন দেয়নি। তাই তারা বুঝে গেছে আন্দোলন করে লাভ নেই। এছাড়া তারা আন্দোলন করার সক্ষমতা রাখে না। জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। ভবিষ্যতেও হবে না। আন্দোলন করার শক্তি ও সাহস নেই বিএনপির।

যারা বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে তারা বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

পয়লা বৈশাখ পালন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে কাদের বাঙালির সংস্কৃতি বিরোধী প্রচারণার জন্য বিএনপির সমালোচনা করেন।



ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালিয়ানায় বিএনপি বিশ্বাস করেনা।

রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ চলমান থাকবে কি না, জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যতদিন জনগণের প্রয়োজন থাকবে- ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে।

ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই।

ভোরের পাতা/আরএস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]