রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শিরোনাম: নাইট রাইডার্স পরিবারে ফিরছেন সাকিব    টোলের নামে চাঁদাবাজি বন্ধ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব : সাঈদ খোকন    ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে নোঙর করার অনুমতি দিল না স্পেন    সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু : পররাষ্ট্রমন্ত্রী    পুলিশ আইন-শৃঙ্খলার রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত    ঝড়ে বিধ্বস্ত হয়েছ স্টেডিয়াম, সিরিজ নিয়ে শঙ্কা     কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে, এটি মিথ্যা প্রচার : ডেপুটি গভর্নর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু হত্যায় পরিচালকের ভূমিকায় ছিলেন জিয়া: রাসিক মেয়র
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ৯:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্ট নির্মম ভাবে হত্যার নেপথ্য পরিচালকের ভূমিকায় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এসময় তিনি খন্দকার মুসতাককে দিয়ে নায়কের পাঠ করিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।



রোববার (২০ আগষ্ট) বিকালে বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেরে নিয়ে ছিলেন। সেনা কর্মকর্তা, ছাত্রনেতাদের গুম-খুন করে ক্ষমতা দখল করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। মানুষের ভোট-ভাতের অধিকার নিশ্চিত করেছেন। দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। মানুষের ভবিষ্যৎ নশ্চিত করতে সার্বজনিন বীমা চালু করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে , ষরযন্ত্র রুখে পুনরায় ক্ষমতায় যেতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তৃতায় আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্যই সকলকে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ করা যাবে না। মনোনয়ন সবাই চাইতে পারেন। তবে কাকে দেবেন সেই সিদ্ধান্ত দলীয় সভাপতির। তিনি বলেন, আজকের শোক সভা কোন ব্যক্তির নয়, তাই দাওয়াত পেয়েও যারা এই সভায় আসেন নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, নেত্রী নিজ হাতে ৭ বার মনোয়ন দিয়েছেন। আর সেটা আমাকেই দিয়েছেন। আপনারা নেত্রীর সেই সম্মান রেখেছেন। আপনারা ঠকেন নাই। ভবিষ্যতেও ঠকবেন না। কারো চোখ রাঙ্গানির ভয়ে ভুল পথে পা দেবেন না। তাতে বিএনপি-জামায়ত উপকৃত হবে।

বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার হাজারো নেতা-কর্মীর অংশ গ্রহনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের স ালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর-নওগ আসনের এমপি রতœা আহমেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]