সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নভেম্বরের ২৩ দিনে এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকার রেমিট্যান্স   সোহরাওয়ার্দী-কবি নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত   ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ১০৭৯   মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়লো   জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রোবহানউদ্দিন উপজেলা নির্বাচন
ভগ্নিপতিকে জেতাতে মরিয়া এমপি মুকুল, সুষ্ঠু ভোট নিয়ে সংশয়!
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ২:০৯ পিএম | অনলাইন সংস্করণ

ভোলার বোরহান উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আপন ভগ্নিপতি মো. জাফর উল্লাহকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। দলীয় নেতাকর্মীদের দিয়ে সাধারণ ভোটারদের হুমকি, অবৈধ টাকা দিয়ে ভোট কেনার মতো ঘটনাও ইতিমধ্যেই ঘটেছে। এমনকি এমপি আলী আজম মুকুলের নাম ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করার পর লিখিতভাবে অভিযোগ জানালে মুচলেকা দিয়ে ক্ষমাও চেয়েছেন এমপির ঘনিষ্ঠ সহচর ও সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিবুল্যাহ মৃধা। টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ফুটেজও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মহিবুল্যাহ মৃধা এই মুচলেকা দেন। 

এদিকে, বোবরহানউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচনে অন্যান্য প্রার্থীদের সমর্থকদের প্রকাশ্যেই হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমপি মুকুলের পছন্দের প্রার্থী এবং তার আপন ভগ্নিপতি মো. জাফর উল্লাহকে যেকোনো মূল্যে জেতাতে নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন এমপি। এমনটাই কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। 

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এক্ষেত্রে স্থানীয় এমপি- মন্ত্রীদের স্বজনদেরও নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিজের ভগ্নিপতিকে নির্বাচন থেকে বিরত রাখা তো দূরের কথা, তাকে নির্বাচনে যেকোনো জেতাতে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ এসেছে। 

এদিকে, উপজেলা চেয়ারম্যান পদে মো. জাফর উল্লাহ বাদে আরো দুজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে  মো. রাসেল ও আবুল কালাম আজাদের সমর্থকরা দাবি করছেন, সুষ্ঠু ভোট হলে মো. জাফর উল্লাহর জামানত থাকবে না। কিন্তু এমপির ক্ষমতাবলে তারা নির্বাচনকে প্রভাবিত করতে মরিয়া আচরণ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন বোরহান উদ্দিন উপজেলার সাধারণ ভোটাররা। 

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ভোরের পাতাকে বলেন, আপনারা ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ইতিমধ্যেই দেখেছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে পেরেছেন। যেখানে স্থানীয় সংসদ সদস্যের প্রভাব ছিল বলে আশংকা প্রকাশ করা হয়েছিল, সেখানে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছিল। তাই তেমন কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। দ্বিতীয় ধাপের নির্বাচনেও তেমনটাই হবে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যদি স্থানীয় এমপি বা তার লোকজন নির্বাচনে কোনো প্রভাব বিস্তারের বিন্দুমাত্র চেষ্টা করে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সেখানে অবশ্যই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে। ভোটাররা নিশ্চিতে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন বলে আশ্বস্ত করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। 

এসব বিষয়ে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা পাঠালেও তিনি তার প্রতিউত্তর করেননি।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বেসামরিক বিমান চলাচল, পর্যটন মন্ত্রী লে. কর্ণেল (অব.) ফারুক খান বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে কোনো এমপি মন্ত্রীর কোনো স্বজনই নির্বাচনে অংশ না নেয়ার কথা। সেখানে কোনো এমপি প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই বিষয়গুলো পরিষ্কার করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রথম ধাপের নির্বাচনেও দলের প্রেসিডিয়াম সদস্যের আত্নীয়ও পরাজিত হয়েছে। ফলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই প্রতীয়মান হয়। এ ধারা অব্যাহত থাকবে বলেও বিশ্বাস করেন আওয়ামী লীগের এ নেতা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]