প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১১:১৩ এএম | অনলাইন সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকালে ওই মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের সবাই ৪০ থেকে ৪৫ বছর বয়সী পুরুষ। তবে তাৎক্ষণিক কারও পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবলডেকার বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলে মারা যায়। আহত হন আরও ১৫ জন।
বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে আমরা এখনও কারও পরিচয় শনাক্ত করতে পারিনি।