প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য সব পরিকল্পনা করেছে ভারত। অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে সবসময় গড়িমসি করছে দেশটি । এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নতজানু সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে।
সুষ্ঠু নির্বাচন হলে সরকারের ভূমিধস পরাজয় হবে দাবি করে মির্জা ফখরুল বলেন, তা জেনেই বিভিন্ন কৌশলে ক্ষমতায় বসে আছে তারা। নিজেদের অধিকার ফিরে পেতে দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জয়লাভ করবো, অন্য কোনো শক্তি প্রতিহত করতে পারবে না। বাংলাদেশ রক্ষায় বিকল্প কোনো পথ নেই। সমস্ত ভেদাভেদ ভুলে ভয়াবহ দানবীয় সরকারকে হটাতে হবে।
ভোরের পাতা/আরএস