প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১০:৩১ এএম | অনলাইন সংস্করণ
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ। রাতে ঢাকা ছেড়েছে নাজমুল শান্তর দল। মার্কিন মুল্লুকে দ্বিপাক্ষিক সিরিজ খেলে অংশ নিবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে। বিমানবন্দরে দেশবাসী ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা।
টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে বাংলাদেশ যা পারেনি, এবার তা করে দেখাতে চান চন্ডিকা হাথুরুসিংহে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার লক্ষ্য টাইগারদের। স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার জবাব দিতে চান নাজমুল শান্ত।
বিকল্প থাকলেও লিটনকে বাদ দেবার বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছে টিম বাংলাদেশ।
আগের দুই আসরে হয়নি। গেলো বছর ওয়ানডে বিশ্বকাপের আগে বিমানবন্দরে কোন রকম আ্নুষ্ঠানিকতা সাড়ে টিম বাংলাদেশ। তবে এবার অনেকটা গোছানো। কেতাদুরস্ত হয়ে মিরপুরের সবুজ গালিচায় ১৫ ক্রিকেটার, সাথে কোচিং স্টাফের সদস্যরা। ২০১৯ এর মতো বিতর্ক সৃষ্টি করেননি সাকিব আল হাসানও। টিম ফটোশুটে তিনিই যে সবার মধ্যমণি।
দ্বিতীয় দফার ফটোসেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সহ বিসিবির একাধিক পরিচালক। ফটোসেশন শেষে অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান। সাহস জুগিয়েছেন, দিয়েছেন ইতিবাচক খেলার বার্তা।