প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
দুর্নীতির অজুহাত তুলে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংস্থাটি জানায়, গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিজেই দুর্নীতিগ্রস্ত। এই ফান্ডের তহবিল নিয়ে ইউএনডিপির ছয়টি প্রকল্পে দুর্নীতি হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। জিসিএফ ফান্ডের কার্যক্রম হতাশাজনক। তাদের সুশাসনের ঘাটতি আছে।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে ২০১০ সালে গঠন করা হয় জিসিএফ। তবে গঠনের চৌদ্দ বছরেও জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশের এই তহবিল থেকে প্রাপ্তি খুবই সামান্য। টিআইবি সংবাদ সম্মেলনে এর কারণ তুলে ধরে। জিসিএফের তহবিল বিতরণে বৈষম্যের চিত্রও তুলে ধরে দূর্নীতি নিয়ে সারা বিশ্বে কাজ করা এই সংস্থা।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অনুদান না দিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ দেয়া হচ্ছে। তহবিলটি লাভজনক হওয়ার চেষ্টা করছে। যা উচিত নয়।
ভোরের পাতা/আরএস