শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১২ পৌষ ১৪৩১

শিরোনাম: রাজধানীর সচিব নিবাসেও আগুন   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়ল   দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী   ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না   হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ায় সচিবালয়ে আগুন: রিজভী   বিএনপিকর্মী হত্যায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার    সিরিয়ায় অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৪:৪২ পিএম | অনলাইন সংস্করণ

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। রোববার (১২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে তিনি এবিষয়ে ব্রিফ করেন।

ঘোষিত ফল অনুযায়ী, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে রয়েছে। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড, ভোকেশনাল, দাখিল (ভোকেশনাল) মিলিয়ে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।

এরমধ্যে, ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬ হাজার ৫৫৩ জন। পাশের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। ছাত্রীদের পাশের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন এবং ছাত্রদের মধ্যে পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন।

৯টি সাধারণ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৭ লাখ ৫৭ হাজার ২১৮ জন ছাত্র। যাদের মধ্যে ৮২ দশমিক ৩৯ শতাংশ পাশের বিপরীতে জিপিএ-৫ রয়েছে৭৪ হাজার ৬৭৭টি। অন্যদিকে, ৮ লাখ ৪৯ হাজার ১৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৯ হাজার ১৬৮ জন। এসব বোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৯ হাজার ৪০৭ জন ছাত্র। যাদের মধ্যে ৭৮ দশমিক ৭০ শতাংশ পাশের সাথে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩৯ জন। আর এক লাখ ৪৫ হাজার ২৫৮ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৬৭ জন। এখানে ছাত্রীদের পাশের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ছাত্রীদের পাশের হার ৮৮ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ রয়েছে দুই হাজার ১৪১ জনের। ছাত্রদের পাশের হার ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে এক হাজার ৯৩৭ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা অংশ নেয় ৯২ হাজার ৯৮৬ জন ছাত্র এবং ছাত্রী অংশ নেয় ৩০ হাজার ৩৬৯ জন।


ভোরের পতা/আরএস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]