প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৯:৪৫ এএম | অনলাইন সংস্করণ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। জিতেছে চারটি ম্যাচেই। মিরপুরে আজ সফরকারীদের হোয়াইওয়াটশ করার মিশন। শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।
দলে পরিবর্তন আছে ৩টি। বাদ পড়েছেন তানজিম হাসান, তানভির ইসলাম ও তাসকিন আহমেদ। একাদশে ঢুকেছেন মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান। জিম্বাবুয়ে দলে অবশ্য পরিবর্তন একটি। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা। ঢুকেছেন শন উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ন বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), শন উইলিয়ামস, ক্লাই মাদান্দে (উইকেটরক্ষক), জনাথান ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙউই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।