প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ
বরগুনার তালতলী উপজেলার খোট্টার চর গ্রামের মনির ইসলাম এর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা ঘটেছে শুক্রবার ১০মে রাত ৮ টায়।
জানা গেছে মৃত চান নিয়ে দফাদারের পুত্র মনির এর ঘর থেকে একটি বিকট শব্দে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনএর সহায়তায় দের ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে তার বসতঘর এবং রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মো.মনির।
প্রত্যক্ষদর্শী মো.সত্তার বলেন,মনিরের ঘরে বিকট শব্দ আগুন দেখতে পাই সাথে সাথে মনিরকে মুঠোফোন অবগত করি স্থানীয় লোকজন দের ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনে এতে মনিরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মো.মনির হোসেন বলেন, আমি নির্বাচনী পথসভায় নিদ্রা এলাকায় ছিলাম রাজা ভাই ও সাত্তার ভাই আমাকে ফোন দিয়ে আগুনের বিষয়টা অবগত করেন।আগুন লাগার সংবাদ শুনে সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়ি। এরপর আমার বাড়িতে এসে দেখি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। কিভাবে আগুন লেগেছে আমি জানিনা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বদিউজ্জামান বলেন, আগুনের সংবাদ পেয়ে ব্রিজ ভাংগা ও রাস্তা না থাকায় আমরা ঘটনাস্থনে যেতে পারেনি। তাই আগুন লাগার বিষয়ে আমি কিছু বলতে পারব না।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সিফাত আনোয়ার তুমপা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাহায্য সহযোগিতা করা হবে।