প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীসহ সারাদেশে আরও ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১১ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের ফলে সৃষ্ট কালবৈশাখীর প্রভাবেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবারও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আভাস দেয়া হয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইল জেলায়। ওই অঞ্চলে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ সময় সর্বোচ্চ তাপমাত্রা খুলনা বিভাগের মোংলায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ঢাকা জেলায় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ভোরের পাতা/আরএস