প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৪:২৭ পিএম আপডেট: ০৬.০৫.২০২৪ ৪:৩১ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে বল হাতে নতুন এক অর্জনে নিজেকে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ২ উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে সাকিব এই কীর্তি গড়েছেন। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক এবং মাশরাফী বিন মোর্ত্তজা।
আজ সোমবার (৬ মে) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে প্রাইম ব্যাংকের ব্যাটার জাকির হাসানকে ফিরিয়ে ৪০০তম উইকেটের দেখা পান সাকিব। যদিও এই ম্যাচে ব্যাট হাতে শূন্য রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফীর লেগেছিল ২৮৭ ম্যাচ। ৩০৮ ম্যাচে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন সাকিব।
এর আগে, গত বছর বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে ৪০০ উইকেট শিকারের মালিক হন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের আগে ঘরের মাঠে তিন ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে আট বোলার ৪০০ উইকেট শিকার করেছেন। যার মধ্যে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের নাম উল্লেখযোগ্য।
ভোরের পাতা/আরএস