প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৯:৫৭ পিএম | অনলাইন সংস্করণ
অবৈধ ভাবে গরু আনতে গিয়ে সে দেশের অভ্যন্তরে দুই বাংলাদেশী নাগরিক ল্যান্ড মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে।
শনিবার (৪ মে) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ সীমান্তের ফুলতলী বিওপির ৪৭/৪৮ এর মাঝামাঝি এলাকার শূন্য লাইন থেকে মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা এলাকায় ল্যান্ড মাইনন বিস্ফোরণে এ দুই বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় আহত দুই চোরাকারবারি, ইয়াবা এবং গরু আনতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে এ দুর্ঘটানা ঘটে। আহত একজন নাইক্ষ্যংছড়ি সদর ইউপির কম্বোমিয়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮)। অপর জন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মওলভীর কাটা আলি আহমেদের ছেলে মোঃ বাবু (২২)।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।