রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার থেকে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ   পাঁচ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার ১৪৯ জন   রুমায় গহীন জঙ্গলে সেনা অভিযান, ৩ কেএনএ সদস্য নিহত   আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে   শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার   নিউ এজ সম্পাদক হয়রানির তদন্ত শুরু, অভিযুক্তকে প্রত্যাহার   রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রলীগের সংহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৮:২৮ পিএম | অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ‘পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক শ্রেণি, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দৃঢ় ঘোষণাকে ধারণ করে আমরা বিশ্বব্যাপী চলমান এই ন্যায্যতার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি। নিরীহ-নিরপরাধ ফিলিস্তিন নাগরিকদের সঙ্গে পরিচালিত জঘন্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে আন্দোলন পরিচালনা করছে, আন্দোলন-প্রতিবাদ করতে গিয়ে বাঁধা-নির্যাতনের সম্মুখীন হচ্ছে, তা গভীরভাবে অনুধাবন করে বাংলাদেশ ছাত্রলীগ।

স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের প্রসঙ্গ টেনে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ৫৩ বছর আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সময় এবং তৎপরবর্তীতে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে নানা সময়ে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এবং এর নেতাকর্মীরা একই রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল। কেবল স্বাধীনতা সংগ্রামেই ছাত্রলীগের সাড়ে ১৭ হাজার নেতাকর্মীকে নিজেদের প্রাণ বিসর্জন করতে হয়েছিল।

বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ জানায়, বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব দরবারে সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র। জাতির পিতার পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিল- ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। একইভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি হিসেবে বিশ্ব মানচিত্রে বলিষ্ঠতার সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের যে দাবি উত্থাপন করেছেন, তা অতুলনীয়-অভাবনীয়। তাদের পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৪ নম্বর রেজুলেশন এবং নিরাপত্তা পরিষদের ২৪২ ও ৩৩৮ নম্বর রেজুলেশনে বর্ণিত দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডে শান্তির প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন।

তাই বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার ফিলিস্তিনের পতাকা উত্তোলন ছাড়াও পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। ওইদিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়াও কর্মসূচির অংশ হিসেবে এদিন পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই দিন ও একই সময়ে এ কর্মসূচি পালনে ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]