উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি, এখন অর্থনীতির তিন বড় সংকট : সিপিডি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৩:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির ধীর গতি, এখন অর্থনীতির তিন বড় সংকট। সরকারি-বেসরকারি খাতে ঋণের পরিমান দাঁড়িয়েছে জিডিপি’র ৪২ শতাংশ। সেই দায় মেটাতেও পারছে না সরকার। রোববার (৫ মে) সকালে ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সিপিডির আলোচনায় এসব তথ্য জানানো হয়।
আলোচনায় বলা হয় একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বাড়ছে বৈষম্য। এটা টেকসই উন্নয়নের লক্ষণ নয়। দু’বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান। এতে চাপে স্বল্প আয়ের বিপুল মানুষ। নতুন করেও দরিদ্র হচ্ছেন অনেকে। আগামী বাজেটে, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির বিকল্প নেই।
আলোচকদের দাবি, উন্নয়নের সুফল সবাই পাচ্ছে না। আয়-বৈষম্য বেড়েই চলেছে, যা সামাল দিতে বাজেটে দিক নির্দেশনা থাকতে হবে। জানানো হয়, বিনিয়োগের মন্থর গতি চলমান থাকলে কাঙ্খিত কর্মসংস্থান নিশ্চিত হবে না; সমাজে বাড়বে অস্থিরতা।
ভোরের পাতা/আরএস