প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ১২:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয়ী হলেন লেবার পার্টির প্রার্থী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান।
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ব্যাপক জয়ের মধ্যে প্রত্যাশিতভাবেই পুনর্নির্বাচিত হলেন তিনি। স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটা নাগাদ পাওয়া ফলাফলে দেখা যায়, ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জিতেছেন সাদিক খান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকারের ১০৭টি কাউন্সিল ও ১টি সংসদীয় আসনের উপনির্বাচন হয়। লন্ডনের মেয়র পদে নির্বাচনে বৃহস্পতিবার রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হয়। শনিবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। গণনা শেষে দেখা যায়, সাদিক খান পেয়েছেন ১০ লাখ ৮৮ হাজার ২২৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৮ লাখ ১১ হাজার ৫১৮ ভোট। অর্থাৎ সুসানকে দুই লাখ ৭৬ হাজারের বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান।
সাদিক খানের এই জয়ের মধ্যে দিয়ে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে চলে গেল। লন্ডনের মেয়র পদে টানা তিনবার নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন তিনি। ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাদিক খান। সেবার তিনি কনজারভেটিভ পার্টির জেক গোল্ডস্মিথকে হারিয়েছিলেন। এরপর ২০২১ সালে কনজারভেটিভ পার্টির সোন বেইলিকে পরাজিত করে মেয়র পদ ধরে রাখেন সাদিক।
এবার ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে ৯টিতেই জিতেছেন সাদিক খান। এর মধ্যে কনজারভেটিভদের দুটি এলাকায় জিতেছেন তিনি। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ২৪ লাখ, যা মোট ভোটারের ৪২ দশমিক ৮ শতাংশ। তবে ভোট পড়ার হার গতবারে চেয়ে কিছুটা কম।
নির্বাচনে সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৬ শতাংশ ভোট। জরিপে অবশ্য তিনি সুসানের চেয়ে ২৫ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন।
৫৩ বছর বয়সী সাদিক খানের জন্ম লন্ডনেই, ১৯৭০ সালের ৮ অক্টোবর। ১৯৯৪ সালে লেবার পার্টির হয়ে লন্ডনের ওয়ান্ডসওর্থ বারার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন সাদিক খান। তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর।