প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৬:৪৯ পিএম আপডেট: ০৪.০৫.২০২৪ ৭:৩২ পিএম | অনলাইন সংস্করণ
খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে মজুরি দেয়ার ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি যথাযথ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
শনিবার (৪ মে) রাজধানীতে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাবনা উঠে আসে।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ট্যানারি খাতে ন্যূনতম মজুরি অন্যান্য খাতের তুলনায় বেশি। তবে তা যথেষ্ট না। ন্যূনতম মজুরি হিসেবে শ্রমিকদের দাবি ২৫ হাজার টাকা, আর মালিকরা ১৫ থেকে ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
গবেষণায় বলা হয়েছে, গড়ে প্রতিটি ট্যানারিতে ২১ জনের মতো শ্রমিক কাজ করে। নারী শ্রমিকের সংখ্যা খুবই কম। শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেন না। ৬৫ শতাংশ মজুরি সময়মতো দেয়া হয় না। অন্যদিকে শ্রমঘণ্টা অনেক বেশি। মজুরি সময়মতো না দেয়া কিংবা কম দেয়ার বড় কারণ রফতানি ও দেশের বাজারে বিক্রি কমে যাওয়া।
ভোরের পাতা/আরএস