দেশে একদলীয় শাসন জনগণ বিশ্বাস করে না : ড. আব্দুল মঈন খান
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৫:০৮ পিএম আপডেট: ০৪.০৫.২০২৪ ৫:১৬ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপি রাজনীতি করছে দেশের পরিবর্তনের জন্য। দেশে একদলীয় শাসন জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (৪ মে) সকালে জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দলের শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বলেন, বিগত ১৫ বছরের একদলীয় শাসন ও বাকশালের কারণে দেশের মানুষ আজ নির্যাতিত। এ দেশে জনগণের কোনো অধিকার নেই।
দেশের মানুষ অর্থনৈতিক সাম্য ফিরে পেতে চায় বলে জানান ড. মঈন খান। কিন্তু সরকার মুষ্টিমেয় কয়েকজনের হতে সব সম্পদ কুক্ষিগত করার ব্যবস্থা করে দিয়েছে। তাই দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, সরকার পাঠ্যবই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তার যে স্থান সেখান থেকে সরানো সম্ভব হবে না বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
ভোরের পাতা/আরএস