বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: চিন্ময়ের গ্রেপ্তার প্রসঙ্গে ভারতের উদ্বেগ নিয়ে পিনাকীর পোস্ট   আইনজীবী হত্যায় সরাসরি জড়িত ৮ জন, শনাক্ত ১৩   ঐশ্বরিয়ার নাম থেকে অবশেষে ‘বচ্চন’ বাদ   ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় যেতে চায় আ.লীগ   ওমরাহ পালন শেষে বিদেশে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার   চিন্ময় ইসকনের নয়, তার কাজের দায় নেব না: চারু দাস   র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উপজেলা নির্বাচনে আত্নীয়তার প্রভাব
ওবায়দুল কাদেরসহ মন্ত্রী-এমপিদের ১৯ আত্মীয় ভোটের মাঠে!
উৎপল দাস
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৭:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেও প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও অনেকেই ভোটের মাঠে রয়ে গেছেন। দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদে নির্বাচন করার ক্ষেত্রে এককাতারে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেও প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও অনেকেই ভোটের মাঠে রয়ে গেছেন। একইভাবে বিএনপি নির্দেশ দেওয়ার পর ব্যবস্থা নিতে শুরু করলেও কোনো কাজ হয়নি। দলটির অনেক নেতা নির্বাচন করছেন।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত তিন সপ্তাহ ধরে লাগাতার ভাবে দলের মন্ত্রী-এমপিদের আত্মীয় স্বজনরা যেন নির্বাচনে না দাঁড়ায় সে জন্য আহ্বান জানাচ্ছিলেন। এ জন্য তিনি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছিলেন। তিনি বলছিলেন, যারা দলের নির্দেশনা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ব্যবস্থাগ্রহণ তো দূরের কথা তাদেরকে সতর্ক পর্যন্তও করা হয়নি।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে, যে সমস্ত মন্ত্রী-এমপিদের আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে খুব একটা কিছু করা হবে না। আর ওবায়দুল কাদের যখন তার নির্দেশনা নিয়ে দলের নেতাকর্মীদেরকে বাধ্য করতে পারছেন না ঠিক সেই সময়ে তিনি নিজেই একজন নির্দেশ লঙ্ঘনকারী হিসাবে আবির্ভূত হলেন।

দলীয় নির্দেশ অমান্য করে এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগ্নে। ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে। আর ভাগ্নে (আপন বোনের ছেলে) মাহবুব রশীদ মঞ্জু প্রার্থী হচ্ছেন ভাইস চেয়ারম্যান পদে।

কোম্পানিগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকায় এক নম্বর ক্রমিকে শাহাদাত হোসেনের নাম রয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদের তালিকায় মাহবুবুর রশিদের নাম রয়েছে তিন নম্বরে। মন্ত্রীর ছোট ভাই ছাড়াও এই উপজেলায় চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী আছেন। তাদের মধ্যে রয়েছেন যুবলীগের সাবেক আহবায়ক এবং ব্যবসায়ী মোহাম্মাদ গোলাম শরিফ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী।


প্রশ্ন হল ওবায়দুল কাদের যখন বারবার বলছিলেন যে, মন্ত্রী-এমপিদের আত্মীয় স্বজনদের উপজেলার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না এবং এটি প্রধানমন্ত্রীর অনুশাসন তাহলে তিনি নিজে কেন এই অনুশাসন ভঙ্গ করলেন? তার আত্মীয় স্বজনদেরকে তিনি কেন প্রার্থী হিসেবে দাঁড় করাতে দিলেন? তিনি তো এখানে বাধা দিতে পারতেন। তিনি দলের শৃঙ্খলা পরিপন্থি এবং দলের নির্দেশনার বাহিরে একারণে তার ভাই এবং ভাগ্নেকে সর্তক করতে পারতেন। নির্বাচনে না যাওয়ার জন্য পরামর্শ দিতে পারতেন। কিন্তু সেটি তিনি করেননি। তার ফলে ওবায়দুল কাদেরের নির্দেশনা খেলো হালকা এবং অকার্যকর হয়ে গেল বলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন। 


ভোরের পাতার সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের অন্তত ১৯ জন আত্মীয়স্বজন ভোটের মাঠে রয়েছেন। বিএনপির ৫০ জনের বেশি নেতা নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

তবে দলীয় নির্দেশনা মেনে আওয়ামী লীগের অন্তত ৩০ ও বিএনপির ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আওয়ামী লীগের প্রত্যাহারকারীদের মধ্যে নারায়ণগঞ্জ-রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গোলাম মূর্তজা পাপ্পাও রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে আগামী ২১ মে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৬০৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১০৩ জন। বাতিল হয়েছে ২০ জনের মনোনয়ন। ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৬৯৪ জন। মনোনয়ন বাতিল হয়েছে ২০ জনের।

আর প্রত্যাহার করেছেন ৫১ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী ৫২৯ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ২৩ জন আর বাতিল হয়েছে ৮ জনের।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) গোলাম দস্তগীর গাজীর ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিসিবির পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করেন।

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির আপন ছোট ভাই গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়।

তবে নড়াইলের লোহাগড়া উপজেলায় ভোট করছেন এ কে এম ফয়জুল হক রোম। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার আপন চাচাশ্বশুর। হবিগঞ্জের বাহুবল উপজেলায় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু জাহিরের স্ত্রীর বড় ভাই আক্তারুজ্জামান এবং হবিগঞ্জ-১ আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার সৎভাই রাজন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাতিজা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার মাঠে রয়েছেন। কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফের চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা নির্বাচন করছেন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাঠে রয়ে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেদ প্রধান। তিনি সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি নূরুল ইসলাম সুজনের ব্যক্তিগত সহকারী।

এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা। সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের বর্তমান এমপি নুরুজ্জামান আহম্মেদের আপন ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহম্মেদ ও এমপির ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে।

রংপুরের মিঠাপুকুর-৪ আসনের এমপি জাকির হোসেন সরকারের মামাতো ভাই শাহ সাদমান ইশরাক ফকির, পাবনায় চাটমোহর উপজেলায় স্থানীয় এমপি মকবুল হোসেনের বড় ছেলে গোলাম হাসনায়েন রাসেল মাঠে রয়েছেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রিয়া আগরওয়ালা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালার ছেলের বউ। নাটোরের লালপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের স্বতন্ত্র এমপির ভাতিজা শামিম আহমেদ সাগর প্রার্থী হয়েছেন। রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান প্রার্থী এহছানুল হাকিম রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই। ভোলার বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জাফর উল্লাহ স্থানীয় সাংসদ আলী আজম মুকুলের বড় বোনের জামাই। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী আবুল কালাম আজাদ, ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদের ভায়রা ভাই। শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন দীপু মিয়া ও চাচাতো ভাইয়ের স্ত্রী পেন্সি বেগম সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নরসিংদীর মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন শিল্পমন্ত্রীর ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]