প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:১৪ পিএম | অনলাইন সংস্করণ
নিজের পুরোনো আসন আমেথি থেকে নয় বরং কংগ্রেসের ঘর হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধি। অন্যদিকে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধি পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত কংগ্রেস নেতা কিশোরীলাল শর্মা।
শুক্রবার (৩ মে) এই সিদ্ধান্ত জানায় কংগ্রেস। জওহরলাল নেহরুর আমল থেকে রায়বারেলি কংগ্রেসের আসন হিসেবে পরিচিত।
২০ মে আমেথি এবং রায়বারেলিতে ভোট হবে। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর আমেথির এমপি ছিলেন রাহুল। কিন্তু গেল লোকসভা নির্বাচনে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান।
এরই মধ্যেই আমেথি থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আর রায়বারেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশপ্রতাপ সিংহ।
১৯৬২ এবং ১৯৯৯ সালের নির্বাচন ছাড়া বাদ দিয়ে এ আসনে সব সময়ই নেহরু-গান্ধি পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এ আসন থেকে তিনবার জয়ী হয়েছেন।
ভোরের পাতা/আরএস