প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:১৬ পিএম | অনলাইন সংস্করণ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচ জন বিচারপতি রয়েছেন। নতুন এই তিন জনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জন।
আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।