প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৬:২৪ পিএম আপডেট: ২৩.০৪.২০২৪ ৬:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
ভয়াবহ মাদক ফেনসিডিলসহ মইনুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহঃ) থানা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার শাহপরান (রহঃ) থানা পুলিশের এস,আই,এবাদুল্লার নেতৃত্বে মেজর টিলা নামক স্থানে চেক পোষ্ট পরিচালনা করার সময় মইনুল ইসলামকে সন্দেহ হলে তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে থেকে ৩৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল সহ মইনুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায় মইনুল ইসলামের বাড়ী আমেরগাও, থানা বিশ্বনাথ, জেলা সিলেট। পিতার নাম সোনাহর আলী ও মাতা নার্গিস বেগম।
সে এলাকা থেকে বিতাড়িত হয়ে সিলেট শহরে মেজর টিলা ইসলামপুর নামক স্থানে ভাড়া থাকেন, অভিযোগ রয়েছে মইনুল চলাফেরা করতে থাকেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পীযূষ কান্তি দে এর সাথে।
এলাকাবাসীর একটাই দাবি মইনুল ইসলাম গংদের শাস্তি। তাহলে যুব সমাজ মাদকের মতন ভয়াবহ নেশা হতে মুক্ত থাকতে পারবে বলে মনে করেন এলাকাবাসী ।
মামলা সুত্রে জানা যায় মাইনুল ইসলামের বর্তমান বাসা নাম্বার ৭৫ নং রজনীগন্দা টাওয়ার ইসলামপুর মেজর টিলা সিলেট। তাহার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর সারনী ১৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে । যার মামলা নং ২০, থানা পুলিশ তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড আবেদন করেছেন বলেও জানা যায় ।