প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনিয় রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জনজীবন।
তীব্র এ গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্ম প্রাণ মুসলিমরা। চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে এ নামাজ সব শ্রেণী-পেশার মসলিমরা অংশ নেন।
ইস্তিস্কার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুদ্দীন। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা বশির আহমেদ।