প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৮:০৮ পিএম | অনলাইন সংস্করণ
সৌন্দর্য্যরে লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতের তীরে প্রায সপ্তাহ ধরে ঈদেও ছুটিতে যথতত্র পড়ে আছে ডাবের খোসা, প্লাষ্টিকের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট ও খাবারের পঁচা অবশিষ্টাংশসহ অসংখ্য ময়লা-আবর্জনার স্তুপ। আর ডাষ্টবিনগুলোর চারপাশ ময়লায় সয়লাব। কোন অজ্ঞাত কারনে প্রায় এক সপ্তাহ ধরে পরিচ্ছন্ন না করায় কুয়াকাটা সমুদ্র সৈকতের এক কিলোমিটার এলাকা এখন পরিনত হয়েছে ময়লা ভাগাড়ে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈকতের এসব ময়লা আবর্জনার দুর্ঘন্ধে একটু প্রশান্তি পেতে ছুটে আসা পর্যটকরা ফিরছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। সৈকতের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি পর্যটন ব্যবসায়ী সহ পর্যটকদের।
তবে দ্রুত সময়ের মধ্যে সৈকত পরিচ্ছন্নতার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌর মেয়র।