প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৯:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকা শিশু হাসপাতালে কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার পেছনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানে প্রাপ্ত ১০ কোটি টাকা আত্মসাৎ করার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোদ হাসপাতালটির দায়িত্বশীল একাধিক সূত্র বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই টাকায় বিনামূল্যে জন্মগত দরিদ্র শিশু হৃদরোগী চিকিৎসার জন্য পূর্বের ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ না করে সাবেক দুই উপ-পরিচালক ও বর্তমান পরিচালকের স্বীয়স্বার্থে এককালীন দরপত্র আহ্বান করে অপরিকল্পিতভাবে কার্ডিয়াক ডিভাইস সংরক্ষণ করার জন্য সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে কার্ডিয়াক ক্যাথ ও কার্ডিয়াক আইসিইউতে অনেক গুলো স্টোররুম নির্মাণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডিয়াক বিভাগে কর্মরত এক চিকিৎসক ভোরের পাতাকে বলেন, মেয়াদ উত্তীর্ণ ডিভাইস হিসাব জায়েজ করার জন্য এরুপ আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি আরও বলেন, কার্ডিয়াক ডিভাইসগুলো ও কাগজপত্র নষ্ট করার জন্যেই পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর শিশু হাসপাতালে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকতা মিডিয়া শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান দুপুর ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
আগুন লাগার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।