প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৯:৩১ পিএম আপডেট: ১৯.০৪.২০২৪ ১১:২৬ পিএম | অনলাইন সংস্করণ
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ খবর শোনার পর আতঙ্কে জরুরি বৈঠকও করেছেন নেতানিয়াহু।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহুর তিন মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়।
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গেফতারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এ বৈঠকের ডাক দেন।
বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময়ও আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন।