সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সংঘাতের পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ   ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৩৪   রাজধানীতে ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা   সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের   ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা জানুয়ারিতে   ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার   কিংবদন্তি ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আলফাডাঙ্গায় দ্রুত বিচার আইনের মামলায় কারাগারে ১৯
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১:৫৩ এএম | অনলাইন সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের একটি মামলায় ১৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ফরিদপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার বসাক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী উৎপল মুখার্জি জানান, দ্রুত বিচার আইনে জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত. হাকিম শেখের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে একই এলাকার ইকরাম মিয়া, লিটন ফকির, বাবু শেখ,  নাজমুল শেখসহ ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত ১৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল সকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের ইকরাম মিয়ার নেতৃত্বে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন ভুক্তভোগী মিজানুর রহমানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভয়-ভীতি ও ত্রাস-অরাজকতা সৃষ্টি করে। একপর্যায়ে অভিযুক্তরা মিজানুর রহমানের বাড়িঘর ও সিসি ক্যামেরা ভাঙচুর করে তাদের প্রাণনাশের হুমকি দেয় এমনটাই দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

মামলার আসামী পক্ষের আইনজীবী মো. সুজন ফকির জানান, 'দ্রুত বিচার আইনের একটি মামলায় ৩৩ জনের জামিন আবেদন করা হলে ১৪ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।'

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, 'অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে ত্রাস সৃষ্টি পূর্বক ব্যক্তির সম্পত্তি ক্ষতিসাধন করায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।'



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]