দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মান প্রকল্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২:৩৮ পিএম আপডেট: ০৩.০৪.২০২৪ ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মান প্রকল্প পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ৮.২ একর জমির উপর দুর্যোগ নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে একাডেমিক ভবন নির্মানের কাজ হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রায় ৪৭.০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের অনুমোদন হয় ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি করা হবে। এসময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান- নিজ দেশের পাশাপাশি বহির্বিশ্বেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ গুলোকে সার্বিক সহযোগীতা করছে ত্রাণ মন্ত্রণালয়।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রকল্পের পাশে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে একটি রাস্তা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।