ফের শ্রীলঙ্কার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ব্যাট গোটা টেস্ট সিরিজ জুড়ে যেমন হাসেনি, তেমন মাঠেও কাজে আসেনি তার কাপ্তানির কোনো ক্যারিশমা। গড়পড়তা মানের চেয়েও কম মানে খেলেছে বাংলাদেশ।
এ নিয়ে ষষ্ঠবারের মতো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের হারিয়েছে শ্রীলঙ্কা।
এনিয়ে টাইগারদের বিপক্ষে ১২ বারের মতো সিরিজ জিতলো লঙ্কানরা। সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে টাইগারদের ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে হারটা কিছুটা সম্মানজনক করতে পেরেছে শান্তর দল।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটি সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা। বাকি সবগুলো সিরিজই জিতে নিয়েছে লঙ্কানরা।
চট্টগ্রামে শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেেই খেই হারায় বাংলাদেশ। কোনো ব্যাটারই কার্যকর কিছু করতে পারেননি। মুমিনুল মিরাজের অর্ধশতক কেবল কথার কথায় আশাবাদী করেছে। স্কোর কার্ডটাকে করেছে কিছুটা সহনীয়। খোদ অধিনায়ক শান্ত শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ২১ রান। আগের ম্যাচের হাসেনি তার ব্যাট। ধারাবাহিকভাবে কোনো ব্যাটারই ভালো করতে পারেনি।