প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৪:১০ এএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের এক সংসদ সদস্যের বাড়ি নেই। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এর আগে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। বলছি মিতব্যয়ী ও সদা হাস্যোজ্জ্বল মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগমের কথা।
জানা যায়, ৭২ বছরের তাহমিনা বেগমের জন্ম ১৯৫২ সালে। টানা ৩০ বছর ধরে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। চাকরি জীবনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন।
তাহমিনা বেগমের স্বামী কৃষি ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক ৬ বছর ক্যান্সারে ভুগে ২০০৫ সালে মারা গেছেন। একমাত্র সন্তান তাহিদা সিদ্দিকী বন্ধন বিয়ের পর স্বামীর সংসারে সুখে আছেন। ব্যক্তি জীবনে নিজের জন্য কিছুই করেননি তাহমিনা। নেই থাকার একটি বাড়িও। কখনও ভাইয়ের বাসায়, আবার কখনও মেয়ের বাসায় থাকেন তিনি।
বাংলাদেশের সব এমপিরই বাড়ি আছে। আপনার বাড়ি নেই কেন?- এমন প্রশ্নে তাহমিনা বেগম জানান, বাড়িগাড়ি টাকা-পয়সাসহ বহু সম্পত্তি করলে কে ভোগ করবে, এমন চিন্তাতেই তিনি গড়েননি সম্পত্তি। এজন্য নেই কোন আকাঙ্ক্ষাও।
তিনি বলেন, জনগণের ইচ্ছাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়েছেন। নিজের ইচ্ছে ছিল না প্রার্থী হবার।
চাচা মরহুম আব্দুল আজিজ মারা যাবার পর কালকিনিতে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সেই হাল ধরতেই রাজনীতিতে আসেন তাহমিনা। মানুষের ভালবাসা ও দলের প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে কাজ শুরু করেন তিনি। ১৯৮৬ সালে জেলা আওয়ামী লীগের সদস্য পদ পান তাহমিনা বেগম। সে সময়ে কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। এরপর ১৯৯৫ সাল থেকে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তারপর এই পদটি ধরে রেখেছেন তিনি।
একজন সংসদ সদস্য হয়েও কেন রাষ্ট্রীয় নিরাপত্তা ছাড়া চলাফেরা করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণের ভালোবাসা থাকায় কোন নিরাপত্তার প্রয়োজনই পড়ে না। আগামী ৫ বছরে মাদারীপুর-৩ আসনে নানা উন্নয়নমূলক কাজ দিয়ে ঢেলে সাজাতে চান সংসদ সদস্য তাহমিনা। এরমধ্যে সড়কের উন্নয়ন, নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গর্ভবতী মাকে উন্নত স্বাস্থ্যসেবা দেয়ার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, মাদারীপুর সদরের একাংশ, কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান মিয়াকে ৩৪ হাজার ৬৬২ ভোটে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী তাহমিনা বেগম।