বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আইনজীবী হত্যা ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩০   সাগরে গভীর নিম্নচাপ, কয়েক বিভাগে বৃষ্টির আভাস   ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট   সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে   আইনজীবী সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস   জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৭ বছরের সাজা বাতিল   শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ দুপুরে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকার প্রস্তুত : বাণিজ্য প্রতিমন্ত্রী
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৫:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে যে কোনো দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেছেন, বাজারে যাতে পণ্যের সংকট না হয়, সে লক্ষ্যে সংকট তৈরির আগেই আমদানির উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার সকালে টিসিবির ভর্তুকি মূল্যে ভারতীয় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করার সময় এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এদিন ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের ১৮০টি স্পটে বিক্রি শুরু করেছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ৪০ টাকা কেজিতে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আহসানুল ইসলাম টিটু বলেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ নয়। সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

এ সময় বাংলাদেশের ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, চাহিদা ও যোগানের অজুহাত দিয়ে এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়াচ্ছে।

‘শুধু পেঁয়াজ নয়; মাছ ও মাংসসহ সব পণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে পণ্য আমদানি করার অনুমতি দেয়া হবে,’ বলেন তিনি।

এদিকে টিসিবির কার্ডধারীদের বাইরে সাধারণ মানুষও ভর্তুকি মূল্যের প্রতি কেজি ৪০ টাকা দরে সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকার ১০৩টি, চট্টগ্রামে ৫৫ আর গাজীপুরের ২২টি স্পটে বিক্রি করবে টিসিবি।

বাকি ৪৮ হাজার ৩৫০ টন পেঁয়াজ রোজার ঈদের পর ধাপে ধাপে দেশে আসবে বলে টিসিবি থেকে জানানো হয়েছে। 



ভোরের পাতা/আরএস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]