প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৭:৩০ পিএম | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত নির্বাহী পরিষদ।
গতকাল রোববার দুপুরে সংগঠনের দুই সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।
পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন সংগঠনের নতুন নেতারা।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী সদস্য আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, এএম শাহজাহান মিয়া, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, অঞ্জন রহমান, সুনীতি কুমার বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
ভোরের পাতা/আরএস