প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১০:১৪ পিএম আপডেট: ২৯.০৩.২০২৪ ১০:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুরে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সৌজন্যে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর ১ আসনের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক।
জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ভিপি মোঃ নুরুল আমিন কোতোয়াল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আকন, জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান মুন্সি, ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মজিবুর রহমান, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার খান, শোলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাসানী খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন দীপু মিয়া, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন টিপু কোতোয়াল প্রমুখ।