হকার ছদ্মবেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরলেন পুলিশ
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১:০৭ এএম | অনলাইন সংস্করণ

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলম শেখ (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আলম শেখ মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা (মধ্যপাড়া) গ্রামের নওশের আলী শেখের ছেলে। এর আগে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০২১ সালের ডিসেম্বর মাসে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আলম শেখকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আলম শেখ ৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর আজ বুধবার শালিখা থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) লিটন হোসেন ও এএসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স যশোর জেলার পৌর হকার্স মার্কেট থেকে হকারের ছদ্মবেশ ধারণ করে আসামীকে গ্রেপ্তার করেন।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সোর্সের সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলম শেখ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।