প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:৫৬ এএম | অনলাইন সংস্করণ
মহান স্বাধীনতা দিবসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার জেলায় স্থাপিত হলো ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’।
‘৭১ এর মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সকল শহীদের প্রতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি, জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের আত্মত্যাগকে চিরস্বরনীয় করে তাঁদের দেশপ্রেমের চেতনাকে ধারন করে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডিপিএইচই, কক্সবাজারের এই ক্ষুদ্র প্রয়াস ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’।
‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ উদ্বোধনে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সাইমুম সরওয়ার কমল, এমপি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ, ডিপিএইচই, কক্সবাজারের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ডিপিএইচই, কক্সবাজারের সাথে সংশ্লিষ্ট সকল পরামর্শক ও ঠিকাদারবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।
তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যাক্ত করেন। সবাইকে বলতে হবে ‘‘আমি মাথা উচিয়ে দাড়িয়ে থাকবো বিশ্ব মানচিত্রে’’।