প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯:৫২ পিএম | অনলাইন সংস্করণ
যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা- ১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি দুর্গাপুর কলমাকান্দায় কিছু কালজয়ী কাজ করতে চাই।
এ সময় তিনি আরো বলেন, দুর্গাপুর-কলমাকান্দায় কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা,মাদকাসক্তের ঠাঁই হবেনা,কিশোর গ্যাং এর ঠাঁই হবেনা। এগুলো নির্মূল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী সহ তার অঙ্গ সংগঠন, শিক্ষ প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯ টায় সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন ও সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাছ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, থানা ওসি উত্তম চন্দ্র দেব, সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।