প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:৪০ পিএম আপডেট: ২৫.০৩.২০২৪ ৩:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
প্রিয় ছাত্রলীগ, তোমরা কি জানো তোমরা সাধারন ছাত্রদের থেকে আজ কতদুরে সরে গেছো?
ছবিটা ভালো করে দেখো আর আমার কথাগুলো মন দিয়ে শোন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আজ দলবল নিয়ে ফ্লাইটে করে বিভিন্য শহরে অনুষ্ঠানে যোগ দেয়, তাদের ঘিরে থাকা কেউ সাধারন ছাত্র নয়, তারা পদলোভী কতগুলো সুবিধাভোগী।
আমি দেখেছি কতটা ভাব নিয়ে দলবল সমেত প্রটোকল নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক চলাফেরা করেন, আমার কাছেই তা দৃস্টিকটু লাগে সাধারন ছাত্রদের চোখে কেমন লাগবে বলো তো?
আজ তোমরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলে হয়তো টের পাচ্ছোনা, কাল বিরোধীদলে গেলে দেখবে তোমাদের পাশে কেউ নেই কারন এই পদলোভীরা তখন সে সময়ের ক্ষমতাসীন দলে চলে যাবে নয়তো এই সময়ে কামানো অর্থ বিত্ত ভোগে ব্যাস্ত থাকবে।
মনে রেখো, দিন শেষে রাজপথে থাকে সেই সাধারন ছাত্ররা, যারা ৫২ তে বুকের রক্ত দিয়েছে, ৭১ এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।
বিগত ১৫ বছর সরকারী দলে থাকা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক আজ পর্যন্ত কে কত বড় নেতা হতে পেরেছে? কার এখন পদ না থাকলেও লাখ মানুষের ভীর পাশে আছে? একজনেরও না।
কাল তোমাদেরও যখন পদ থাকবেনা তোমরাও হারিয়ে যাবে, বিস্মৃত হবে সময়ের অতল গহ্বরে।
আমি ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে বলছি পারলে নিজেদের পাল্টে ফেলো, ছাত্র নেতা বঙ্গবন্ধুকে পড়ো এবং অনুসরন করো, সাধারন ছাত্রদের মনিকোঠায় জায়গা করে নিতে চেস্টা করো তবেই তোমরা ইতিহাস হবে।
(লেখাটি এইচ রহমান মিলুর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)