প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ২:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেলের শিশুপুত্র রাইসুলের মরদেহ মিলেছে। এ নিয়ে নিখোঁজ হওয়া ৯ জনেরই মরদেহ উদ্ধার করা গেছে। সোমবার (২৫ মার্চ) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছেই ভেসে ওঠে শিশুটির মরদেহ।
এর আগে, ভৈরব মাছের আড়ৎ এলাকা থেকে উদ্ধার করা হয় ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলেন দে’র মরদেহ। সকাল থেকেই তাদের সন্ধানে অনুসন্ধান চালায় ডুবুরি দল।
রোববার পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর আজ ৩ জনের মরদেহ মেলায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দল প্রত্যয়।
গত শুক্রবার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি ওই ট্রলারটি। দুর্ঘটনার জন্য ধাক্কা দেয়া বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রিসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা।
ভোরের পাতা/আরএস