মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ ৯ পৌষ ১৪৩১

শিরোনাম: হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ওস্তাদ রাহাত ফাতেহ আলী খান   জয়পুরহাটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই   সোনার দাম কমলো, কার্যকর মঙ্গলবার   শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মন্তব্য নেই ভারতের   গুলশানে হোটেল থেকে যুবদল নেতাসহ গ্রেফতার ৫   চাঁদপুরে সারবোঝাই জাহাজে হামলায় নিহত বেড়ে ৭   হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাব, লেনদেন পৌনে ৪ হাজার কোটি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পুলিশে চাকরি দিতে আমি ছয় লাখ টাকা নিয়েছি: ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫:২৮ এএম | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা শুক্রবার এক নির্বাচনী পথসভায় বলেছেন, আমি ১৭ জনকে পুলিশে চাকরি দিয়েছি। তার মধ্যে একজনের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছি। এই টাকা দিয়ে একজনকে মোটরসাইকেল কিনে দিয়েছি এবং বাকি টাকা সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সামনে ভাগবাটোয়ারা করে দিয়েছি।

সাবেক কৃষিমন্ত্রীর খালাতো ভাই হীরা স্থানীয় কয়ড়া বাজারে এক নির্বাচনী পথসভায় মাইকে বক্তৃতা দেওয়ার সময় এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরার এই বক্তব্যটি ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। ধনবাড়ির বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ তার এই বক্তব্যে একদিকে যেমন হতবাক হয়েছেন, অপরদিকে তারা বিশ্বাসও করেন যে, উপজেলা চেয়ারম্যান গুপ্ত কথাই স্বীকার করেছেন। ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আপন খালাতো ভাই কৃষিমন্ত্রী থাকার সুবাদে তিনি কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে চরম স্বেচ্ছাচারিতার মধ্যে উপজেলার কাজকর্ম করছেন। ধনবাড়ি উপজেলার বিভিন্ন স্কুলে তার নিজস্ব লোকজনকে সভাপতি করে শিক্ষক নিয়োগের নামে নির্লজ্জ বাণিজ্য করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ধনবাড়ি বাজারে খাস জমিতে ৬ টি দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়ে দোকানের মালিকদেও কাছ থেকেও মোটা অংকের উৎকোচ নিয়েছেন বলেও অভিযোগ করেছেন দোকান মালিকরা। উপজেলা চেয়ারম্যানের খালাতো ভাই সাবেক কৃষিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হওয়ায় কেউ প্রকাশে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না।

আসন্ন উপজেলা নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উম্মুক্ত করে দিলেও ধনবাড়ির ক্ষেত্রে ঘটেছে ব্যাতিক্রম ঘটনা। গত ৩ মার্চ সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার খালাতো ভাই হীরাকে ধনবাড়ির উপজেলা চেয়ারম্যান পার্থী হিসেবে প্রকাশ ঘোষণা দিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই এক তরফাভাবে সাবেক মন্ত্রীর এই সিদ্ধান্তে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, এটা এমপির অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। এটা তিনি করতে পারেন না। পুলিশের চাকরি দিতে টাকা নেওয়ার ঘটনায় এলাকার মানুষের কাছে প্রশ্ন উঠেছে, কীভাবে তিনি পুলিশের চাকরি দিলেন? পুলিশের চাকরি তো দেন আইজিপি। উপজেলা চেয়ারম্যান কীভাবে পুলিশে চাকরি দিলেন? আর টাকা নিয়ে পুলিশে চাকরি দিতে কাকে তিনি টাকা দিয়েছেন?

এসব প্রশ্নই এখন ধনবাড়ির স্থানীয় মানুষের মুখেমুখে। সাবেক মন্ত্রীর খালাতো ভাই উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরার প্রকাশ্যে পুলিশের চাকরি দেওয়ার নামে ৬ লাখ টাকা নেওয়া এবং মন্ত্রীর সামনে টাকা ভাগ বাটোয়ারার খবরে এলাকায় মুখোরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। এ খবরটি এখন টক অব দি ধনবাড়ি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]