প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৭:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় ফেনসিডিল ব্যবসায়ী আবুল হোসেন দেওয়ানের ভাগিনা নাজমুল দেওয়ান পালিয়ে যায়।
মাদক আইনে নাজমুল দেওয়ানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ৩টার সময় পালং ইউনিয়নের আটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের পরিত্যক্ত ঘর থেকে এই মাদক উদ্ধার করা হয়।
এসআই শরিফ মফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের এসআই শরীফ মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে চেয়ারম্যানের পরিত্যক্ত ঘর থেকে তার ভাইগ্না নাজমুলের রাখা ১০০ পিস ফেনসিডিল উদ্ধার করি। এ সময় নাজমুল পালিয়ে যায়। নাজমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এছাড়াও আটিপাড়া থেকে হযরত আলী খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।