বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ১০ পৌষ ১৪৩১

শিরোনাম: বইমেলায় স্টলের জন্য আবেদনের তারিখ প্রকাশ   ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি শুরু   এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২১ হচ্ছে?   ‘পতিত স্বৈরাচার বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফিরে আসার সম্ভাবনা নাই’   পাকিস্তানকে উপযুক্ত জবাব দেয়া হবে: তালেবান সরকার   খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে   সংস্কার কমিশন প্রধানকে ‘বিষ মুয়ীদ’ সম্বোধন, পদত্যাগের আল্টিমেটাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তৎপর সাদ্দাম-ইনান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৭:০৬ পিএম | অনলাইন সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তৎপরতা বাড়িয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ইতিমধ্যেই তারা বিভিন্ন জেলা ইউনিটের নতুন নেতৃত্ব বাছাইয়ের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, সেদিকে এগিয়ে যাচ্ছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে গত কয়েক মাস জেলা কমিটি পূর্ণগঠন প্রক্রিয়া বন্ধ থাকলেও তা আবার পুরোদমে শুরু হয়েছে। ইতিমধ্যেই নোয়াখালী জেলা কমিটি গঠন, কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি এবং কর্মীসভা করার মাত্র একদিন পরই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করে প্রশংসা কুড়িয়েছেন সাদ্দান ইনান। 

এছাড়া, চলতি মাসেই আরো কয়েকটি জেলায় সম্মেলন ও কর্মীসভা করারও তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। নির্বাচনের আগেই জেলা ভিত্তিক দায়িত্ব বন্টন এবং নিয়মিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্ধিত সভার আয়োজন করা, জাতীয় দিবসগুলোতে অনুষ্ঠান, রমজানে নিয়মিত ইফতার ও সেহেরি বিতরণ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে সাদ্দাম-ইনানের কমিটি তুলনামূলকভাবে অন্য কমিটির চেয়ে কয়েকধাপ এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উল্লেখযোগ্য প্রশংসা কুড়িয়েছেন সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। 

যদিও ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি গঠন করতে না পারার ব্যর্থতাও তাদের সামনে চ্যলেঞ্জ হিসাবে রয়েছে। তবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন  এবং শেখ ওয়ালী আসিফ ইনান বরাবরের মতো আবারও বলেছেন, ঢাকা কলেজের কমিটি গঠন নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যতদ্রুত সম্ভব তারা এই কমিটি গঠন করে ঢাকা কলেজের দীর্ঘ সময়ে কমিটি বান্ধ্যাত্ব রোধ করতে চান। 

এদিকে, ৫ বছরের বেশি সময় ধরে যেসব ইউনিট রয়েছে, সেগুলো বিলুপ্ত করে সেখানে নতুন নেতৃত্ব দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা এমনটাও জানিয়েছেন সাদ্দাম-ইনান। 

কয়েকদিনের মধ্যেই ঢাকা উত্তর জেলা ছাত্রলীগ, শেরপুর, মুন্সিগঞ্জ, পিরোজপুর জেলাসহ আরো কয়েকটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]