প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৭:০৬ পিএম | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তৎপরতা বাড়িয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। ইতিমধ্যেই তারা বিভিন্ন জেলা ইউনিটের নতুন নেতৃত্ব বাছাইয়ের যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, সেদিকে এগিয়ে যাচ্ছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে গত কয়েক মাস জেলা কমিটি পূর্ণগঠন প্রক্রিয়া বন্ধ থাকলেও তা আবার পুরোদমে শুরু হয়েছে। ইতিমধ্যেই নোয়াখালী জেলা কমিটি গঠন, কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি এবং কর্মীসভা করার মাত্র একদিন পরই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করে প্রশংসা কুড়িয়েছেন সাদ্দান ইনান।
এছাড়া, চলতি মাসেই আরো কয়েকটি জেলায় সম্মেলন ও কর্মীসভা করারও তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। নির্বাচনের আগেই জেলা ভিত্তিক দায়িত্ব বন্টন এবং নিয়মিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের বর্ধিত সভার আয়োজন করা, জাতীয় দিবসগুলোতে অনুষ্ঠান, রমজানে নিয়মিত ইফতার ও সেহেরি বিতরণ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে সাদ্দাম-ইনানের কমিটি তুলনামূলকভাবে অন্য কমিটির চেয়ে কয়েকধাপ এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন অধিকাংশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উল্লেখযোগ্য প্রশংসা কুড়িয়েছেন সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান।
যদিও ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি গঠন করতে না পারার ব্যর্থতাও তাদের সামনে চ্যলেঞ্জ হিসাবে রয়েছে। তবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান বরাবরের মতো আবারও বলেছেন, ঢাকা কলেজের কমিটি গঠন নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যতদ্রুত সম্ভব তারা এই কমিটি গঠন করে ঢাকা কলেজের দীর্ঘ সময়ে কমিটি বান্ধ্যাত্ব রোধ করতে চান।
এদিকে, ৫ বছরের বেশি সময় ধরে যেসব ইউনিট রয়েছে, সেগুলো বিলুপ্ত করে সেখানে নতুন নেতৃত্ব দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা এমনটাও জানিয়েছেন সাদ্দাম-ইনান।
কয়েকদিনের মধ্যেই ঢাকা উত্তর জেলা ছাত্রলীগ, শেরপুর, মুন্সিগঞ্জ, পিরোজপুর জেলাসহ আরো কয়েকটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র।