প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
কথায় আছে, চোরের দশ দিন, গেরস্তের একদিন। দীর্ঘদিন ধরে গুলশান-বনানী এলাকায় প্রতারণা করে অবশেষে গ্রেফতার হয়েছে প্রতারক রাইসুল ইসলাম জুয়েল। ৩ লাখ ২০ হাজার টাকার প্রতারণার মামলায় জুয়েলকে শুক্রবার গ্রেফতার করে বনানী থানা পুলিশ।
উল্লেখ্য, রাইসুল ইসলাম জুয়েল গুলশান ও বনানীর প্রতারকদের প্রথমসারির তালিকায় নাম রয়েছে। এই জুয়েল বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই তার নিয়েছে। ৪২০ ধারার মামলায় বনানী থানায় রাইসুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করা হয়। এরও পাশাপাশি জুয়েল নারীদের নিয়ে দেহ ব্যবসা ও মাদক ব্যবসার সাথেও জড়িত। বড় বড় পার্টি এরেঞ্জ করে ব্যবসায়ীদের মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করায় ছিল জুয়েলের প্রথম ব্যবসা ।
বনানী থানা পুলিশ জানিয়েছে, আমরা মামলার ভিত্তিতেই আসামিকে গ্রেফতার করেছি। জুয়েলের কাছে আরো অনেক লোক অনেক টাকা পান যার প্রমাণও আমাদের কাছে এসেছে, আদালতে তার রিমান্ড চাওয়া হবে।