শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩ পৌষ ১৪৩১

শিরোনাম: শুরুতে কোনঠাসা, শেষে ‘ক্ষমতার দোরগোড়ায়’   সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড পর্যালোচনা করা হবে   অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি   বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা   চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে সামনের বাংলাদেশ   সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা চান ফারুক   জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কেরানীগঞ্জে হজ যাত্রীদের ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৭:১৬ পিএম | অনলাইন সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জে ১৩৭ হজযাত্রীর হজের প্রায় ৬ কেটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া মাওলানা ফয়জুর রহমান (৪৫)  কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার রাতে  দুবাই থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থানা পুলিশ  তাকে গ্রেফতার করে। পরে খবর পেয়ে ওই রাতেই কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিমানবন্দরে পৌছে তাকে থানায় নিয়ে আসেন।

জানা যায়, কেরানীগঞ্জে ১৩৭ জন হজযাত্রীর প্রায় ৬ কোটি টাকা নিয়ে আত্মগোপন করে হজ এজেন্সি মালিক ফয়জুর রহমান। এঘটনায় হজযাত্রী জাকির হোসেন ২৫ ফেব্রæয়ারী কেরানীগঞ্জ মডেল থানায় একটি  মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, মামলার পর আদালতের নির্দেশে ফয়জুরের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়, যদিও সেখানে মাত্র ৭৩ লাখ টাকা সর্বশেষ জমা আছে। পাশাপাশি বিমানবন্দরে তার পাসপোর্ট তল্লাশি করে জানা যায়, ওইদিনই (২৫ ফেব্রæয়ারী) সে বাহরাইন চলে যায়। তার পাসপোর্ট আমরা অবজেকশন দিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার মধ্যরাতে সে দুবাই থেকে এমিরেটস এয়ারের একটি বিমানে ঢাকায় পৌছানোর পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে আমাদের খবর দেয়। 
তিনি আরও বলেন, প্রথমে সে বাহরাইন যায়। সেখান থেকে সৌদি আরব হয়ে দুবাই যায়। দুবাই থেকে সে বাংলাদেশে আসে। 

পালানোর পর দেশে ফিরে আসার বিষয়ে ফয়জুর পুলিশকে বলেছে, হজযাত্রীর টাকা আত্মসাৎ করাটা তাকে মানসিক পীড়া দিচ্ছিল। সে একা ঘুমাতে পারতো না। এছাড়াও সে ভেবেছিল, এতো দিনে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। দেশে আসার পর কোথাও আত্মগোপনে যাওয়ার ইচ্ছে ছিল। সে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আদালতে পাঠাবো। গ্রেফতারকৃত এজেন্সি মালিক মাওলানা  ফয়জুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাটুলী এলাকায়। বাবার নাম আব্দুল কুদ্দুস। 

ফয়জুর রহমান জিনজিরা গোলজারবাগ মসজিদ মার্কেটের ৩য় তলায় 'নজরুল এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স' নামে হজ এজেন্সি খুলে ১০ বছর ধরে লোকজনকে হজে পাঠিয়ে আসছিল । পাশাপাশি স্থানীয় রহমতপুর হাফেজিয়া মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। এক সময় ওই মাদ্রাসার ছাত্রও  ছিলেন তিনি। এদিকে তার গ্রেফতার এর খবর পেয়ে ভুক্তিভোগী হজ ও হোমরা হজ যাত্রীরা কেরানীগঞ্জ মডেল থানায় শুক্রবার সকালেই ভীর জমাতে থাকে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]