প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৭:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ করলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলেও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পূর্ণাঙ্গ সিরিজের দুটি টেস্ট ম্যাচ এখনও বাকি। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুদলের মধ্যকার প্রথম টেস্ট।
এদিকে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। চমক হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। ফিরেছেন লিটন দাস।
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
উল্লেখ্য, ৩০ মার্চ চট্টগ্রামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ভোরের পাতা/আরএস