প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৮:১৪ পিএম আপডেট: ১৬.০৩.২০২৪ ৮:২৪ পিএম | অনলাইন সংস্করণ
রাস্তার ওপর চাপ কমাতে নদীপথে কার্গো চলাচলসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
শনিবার (১৬ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও বন্দর পরিদর্শনে যান সালমান এফ রহমান এমপি৷ এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বন্দরের কর্মকর্তারা৷
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেছেন, আগামী এক মাসের মধ্যে বন্দরের হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো এই বন্দরেতে আসলেই শ্রমিকরা আরও বেশি কাজ পাবেন এবং তখনই তাদের সমস্যা সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো যাতে আসে, সেজন্য কাজ করছে সরকার৷
বন্দরের কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে, জানিয়ে সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন, বর্তমানে যেসব সমস্যা আছে, তা সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন৷
সালমান এফ রহমান এমপি বলেন, পানগাঁ বন্দরের যেসব সমস্যা ছিল, তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি। আশা করি, খুব দ্রুত এর সমাধান আমরা করব৷
ভোরের পাতা/আরএস