রোববার ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪ পৌষ ১৪৩১

শিরোনাম: অবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় শায়িত হলেন হারিস চৌধুরী   ডিসেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় ২৪২ কোটি ডলার   কনসার্টের বদলে ক্রিকেটে বিনিয়োগ করতে বললেন তামিম    নাহিদ-আসিফসহ ১৫৮ সমন্বয়ক শপথ নিচ্ছেন ৩১ ডিসেম্বর   দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৭৯   সারজিস-হাসনাতের বাড়িতে শতকোটি টাকার খবর ভুয়া   ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পিতার কবরের পাশেই শায়িত হলেন ফুটবলার রাজিয়া সুলতানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১০:২০ পিএম | অনলাইন সংস্করণ

পিতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় নারী ফুটবলার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরুস্কার প্রাপ্ত রাজিয়া সুলতানা। তার জানাজায় অংশগ্রহন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধী ও শতশত গ্রামবাসী।

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরনে স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের অন্যতম সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২২) এর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের পিত্রালয়ে বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে। তার পরিবারের পক্ষ থেকে  জানাগেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা সকলের ছোট।অতি দরিদ্র পরিবারের মেয়ে বুধবার (১৩ই মার্চ) রাত ১০ টার দিকে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত তিন টায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ উপজেলা  হাসপাতালে নেয়ার পথে ভোর ৪টা দিকে তার মৃত্যু হয়। সে প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল।পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়া। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানসহ বিশ্বের কয়েকটি দেশে খেলতে গিয়েছিল রাজিয়া। তিন বছর পূর্বে রাঙ্গামাটি জেলার বড়ইছড়ি উপজেলার পাম্প হাউজ এলাকার আব্দুর রহিম এর ছেলে ইয়াম রহমানের সাথে বিবাহ হয়।ইয়াম রহমান অনুর্ধ ১৯ দলে ২০১৮-১৯ সালের খেলোয়াড় ছিল। 

বৃস্পতিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় লক্ষিনাথপুর গ্রামেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়েছে কৃতি ফুটবলারের। জানাজায় অংশগ্রহন করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সূধী ও শতমত গ্রামবাসী। তার অকাল মৃত্যুর খবরে সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ক্রীড়ামোদী সকলে। জানাজা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওরানা আনোয়ারুল ইসলাম। রাজিয়া'র মৃত্যুর পরে তার এতিম সন্তান বড় বোন নুরনাহারের কোলেই ছিলো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]