প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ
যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অভিযুক্ত দুই শিক্ষক সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত ও সহকারী অধ্যাপক সাজন সাহাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রমও চলবে বলেও জানানো হয়।
গত ৪ মার্চ মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহার বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীসহ একাধিক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।