প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৩:১৫ পিএম | অনলাইন সংস্করণ
হয়রানিমূলক ও এলোমেলো অভিযান না করে হোটেল, রেস্তোরাঁগুলোতে আইন অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আর আইন অনুযায়ী যারা হোটেল, রেস্তোরাঁ পরিচালনা করছে, অভিযানের নামে তাদেরকে হয়রানি করা কেন অবৈধ নয়, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
হোটেল ও রেস্তোরাঁ হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন মালিকরা। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত ২৯ ফেব্রুয়ারি ভয়াবহ আগুনে ৪৬ জন নিহত হন।
এরপর রাজধানীর অবৈধ হোটেল, রেস্তোরাঁর বিরুদ্ধে পুলিশ, ফায়ার সার্ভিস, রাজউক ও সিটি করপোরেশন সমন্বিত সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানে প্রায় হাজার খানেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকশো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ২০টি মামলাও দায়ের করা হয়েছে।
ভোরেরর পাতা/আরএস