প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১:২৭ পিএম আপডেট: ১২.০৩.২০২৪ ১:৪৩ এএম | অনলাইন সংস্করণ
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সোমবার (১১ মার্চ) রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের ফরিদ হোসেন এ ফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে একই সংখ্যক ভোট পেয়েছেন সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী। দুজনই ভোট পেয়েছেন ৮১২টি। যৌথভাবে নির্বাচিত হওয়ায় লটারির মাধ্যমে তপু এক বছর, সোহেল এক বছর করে দায়িত্ব পালন করবেন। প্রথম বছর সোহেল হায়দার ও দ্বিতীয় বছর তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন। তিনি পেয়েছেন ৬৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯২ ভোট।
৭৪১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু, ৫২৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল খোকন, যুগ্ম সম্পাদক পদে ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান মিঞা, ৫৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন সোহেলী চৌধুরী, ৯৪৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোলাম মুজতবা ধ্রুব, ৮৭৬ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আসাদুর ররহমান।
আরও রয়েছেন- ৭৪৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহম্মদ মামুন শেখ, ৭১৭ ভোট পেয়ে দফতর সম্পাদক হয়েছেন জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ৭১৬ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক হয়েছেন শাহজাহান স্বপন, ৫৭৪ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দুলাল খান, ৬০৭ ভোট পেয়ে নারী বিষয়ক সসম্পাদক হয়েছেন সুমি খান।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন- জি এম মাসুদ ঢালী, নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন ও ফারজানা সুলতানা।
সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিইউজের ভোটগ্রহণ শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের জানাজার জন্য মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয় ভোটগ্রহণ।