আবারও ময়মনসিংহ নগরীর নগর পিতার আসন বাজিমাত করলেন ইকরামূলক টিটু। ভোটের রাজনীতিতে সৃষ্টি করলেন নতুন রেকর্ড।
মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯হাজার ৬০৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী পেয়েছেন ৩৫হাজার ৭শত ৬৩ ভোট। মেয়র ইকরামুল হক টিটু নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ১লক্ষ ৪ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মসিকের মেয়র নির্বাচিত হয়েছেন। ৫৬'৪৪ শতাংশ ভোট পড়েছে এই নির্বাচনে।
শনিবার (৯ মার্চ) রাত সোয়া দশটার দিকে নগরীর তারেক অডিটোরিয়াম হলরুমে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
ইভিএমে বিভিন্ন জায়গায় সমস্যা ব্যাপক সমস্যা হয়েছে স্বীকার করে রিটার্নিং কর্মকর্তা বেলায়েত বলেন, আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি। ভোটের পরিবেশ ভালো থাকলেও ইভিএমে ভোট দেওয়া নিয়ে সমস্যা হয়েছে।
খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০ ভাগ ভোটারের ছাপ মেলেনি। আঙুলের ছাপ না মেলায় ভোটারদের সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দিয়েছিলাম।
এদিকে ইভিএম জটিলতা নিরসনে নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম কাজ করেছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে উৎসব মুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। টানা চলে বিকেল ৪টা পর্যন্ত। ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪২৮ জন।
এই সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন' এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মেয়র প্রার্থীরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।
ভোটের পরিবেশ শান্ত রাখতে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়িত্ব পালন করে। এছাড়াও ছিল মোবাইল টিম, স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র্যাব।
ভোটের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করেছে। ১ হাজার ৫৩৬ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ১৭ টিম র্যাব দায়িত্ব পালন করে।